বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৩

যোগাযোগমন্ত্রী বললেন আন্দোলনে জনবিচ্ছিন্ন হবে বিরোধী দল

আন্দোলনে জনবিচ্ছিন্ন হবে বিরোধী দল: যোগাযোগমন্ত্রীযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংস আন্দোলনের পথে গেলে বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
বৃহস্পতিবার ফেনী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, "বিরোধী দলের আন্দোলনের মরা গাঙ্গে এখন আর জোয়ার আসবে না। নেতাকর্মীরা এখন সবাই নির্বাচনের মুড-এ আছে, আন্দোলনের মুড-এ নয়।"
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ সদস্য সাংবাদিকদের বলেন, "একতরফা নির্বাচনের কোনো চিন্তাই আমরা করছি না বরং প্রধান বিরোধী দলকে প্রধান নির্বাচনী প্রতিপক্ষ ভেবেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।"
বিরোধী দলকে 'সহিংস পথ' পরিহার করে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান যোগাযোগমন্ত্রী। এসময় ফেনীর পৌর মেয়র মো. নিজাম উদ্দিন হাজারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন