শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে

...
Photo: ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর চানখারপুলে আনন্দবাজার মার্কেটে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কে বা কারা মার্কেটের পাশে গুলিস্তান-গাবতলী একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

পুলিশ জানায়, ঢাবির অমর একুশের হলের সামনে আনন্দবাজার মার্কেটের দোকানে চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। বেলা ১১টার দিকে শহীদুল্লাহ হলের ছাত্রলীগ কর্মী রাশেদ একটি চায়ের দোকানে চা পান শেষে বিল না দিলে ব্যবসায়ীরা প্রতিবাদ করে। ব্যবসায়ীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রলীগ নামধারী কর্মীরা মার্কেট থেকে চাঁদাও নেয় এবং ছোটখাটো দোকান থেকে ফ্রি খায়। আজকের এ ঘটনার প্রতিবাদের পর ছাত্রলীগ কর্মীরা আনন্দবাজার মার্কেটের কয়েকটি দোকানে হামলা চালায়। ব্যবসায়ীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাজধানীর চানখারপুলে আনন্দবাজার মার্কেটে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ
ঘটনার সূএ ধরে কিছু দোকান ভাংচুর এবং গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দিতে দেখা যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন